| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা; ঢাবির ৬ শিক্ষার্থী গ্রেফতার


চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা; ঢাবির ৬ শিক্ষার্থী গ্রেফতার


রহমত নিউজ     20 September, 2024     12:39 PM    


চোর সন্দেহে ফজলুল হক হলে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগে ঢাবির ছয় শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। 

মোবাইল চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আটকে রেখে দফায় দফায় পেটানো হয় মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জাল হোসেনকে। হত্যার আগে তোফাজ্জলকে ভাত খেতে দেয় হলের কিছু শিক্ষার্থী। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এ ঘটনায় বাদি হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানউল্লাহ। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়। একই সাথে সাত সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিসি ফুটেজ দেখে বাকিদের সনাক্ত করা হবে, জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। 

এদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শামীমকে পিটিয়ে হত্যার অভিযোগে আট শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একটি মামলাও হয়েছে এ ঘটনায়। বুধবার সন্ধ্যায় বিক্ষুব্ধ কয়েকজন শিক্ষার্থী শামীমকে গণপিটুনি দেয়। পরে পুলিশ গুরুতর আহত শামীমকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করার পর রাত ১০টার দিকে মৃত্যু হয় তার।